Photo Size For Any Country

By
Advertisement


নানা দেশের ভিসার জন্য নানা সাইজের পাসপোর্ট ফটোর দরকার হয়।
এজন্য ফটো স্টুডিও গুলা অনেক টাকা নেয়, তাছাড়া বিদেশে যারা থাকেন, তারা বুঝবেন, কী রকম বেশি টাকা নেয় ২কপির জন্যও (উদাহরণ দেই, আমেরিকাতে ওয়ালগ্রিন্সে কপি পাসপোর্ট ফটোর দাম রাখে ডলার, আর পরে নতুন কপি নিতে হলে আবার ছবি তুলতে হয় ডলার প্রতি দুই কপির জন্য দিতে হয় এরকম)

অবস্থা থেকে বাঁচার খুব কার্যকর টিপ্স নিচে দিলাম।

) যারা একবার পাসপোর্ট ফটো ঠিকমতো (ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, দাঁত বের করা নাই, ভেঙচি নাই, স্বাভাবিক চেহারা ইত্যাদি), তুলেছেন, তারা সেটা ভালো স্ক্যানারে স্ক্যান করে রাখুন।

) এই সাইটে যান http://www.epassportphoto.com/

) কোন দেশের জন্য ফটো লাগবে, তা বেছে নিন। আপনার ছবিটা আপলোড করে দেন, অতিরিক্তি সার্ভিস চাইলে সেগুলা স্কিপ করে ডাউনলোড ফটোর অপশনে যান। ফটো শীটে ৪টা বা ৬টা ছবি থাকবে। এই ছবিটা 4x6 আকারে থাকে। এটা নিয়ে ডিজিটাল ফটো স্টুডিওতে গিয়ে সাধারণ ফটো হিসাবে প্রিন্ট করে নেন। তার পর পেপার কাটার আর স্কেল দিয়ে সুন্দর করে ছবিগুলা কেটে নিন।

এই পদ্ধতিতে প্রতি ফটোর খরচ বাংলাদেশের হিসাবেও / টাকা পড়বে মাত্র। যারা বিদেশে থাকেন, তারা - সেন্টে একেকটা কপি পাবেন।

এই ভাবে একবার ছবি তুলে সেটা মার্কিন ভিসা, গ্রিনকার্ড ব্রিটিশ ভিসা - সবক্ষেত্রে কাজে লাগাতে পারবেন

যাদের বাংলা দেখতে বা পড়তে সমস্যা হয়েছে তাদের জন্য জেপিজি ফরমেট দিলাম আবার আশা করি এইবার কোন সমস্যা হবে না
পোষ্টটি সংগৃহীত <<HSA>>>

0 comments:

Post a Comment